নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশনের ও কৃষি বিভাগ, ইন্দপুর, বাঁকুড়ার যৌথ উদ্দোগে চাষীভাইদের কিছু তথ্য প্রদান করা হচ্ছে। ধানের নতুন উন্নত হাইব্রিড জাত গুলি হল:- শ্রীরাম রেশমা, পি.আর.এইচ -১২২, পি.এ.সি-৮৩৫, জে.কে.আর.এইচ-৪০১, অ্যারিজ(Arize)-৬৪৪৪, অ্যারিজ(Arize)-৬১২৯, অ্যারিজ(Arize)-তেজ, অ্যারিজ(Arize)-প্রিমা(Prima) সি.এন.আর.এইচ-১০২, সি.এন.আর.এইচ-১০৩, পাইওনিয়ার(Pioneer)-২৭P৩১, পাইওনিয়ার-২৭P৩৮, আর.আই.এল ০৯০,পান ৮০২, কে.আর.এইচ-2, এন.পি.এইচ-৯২৪১-১
কয়েকটি দেশী উন্নত জাত হল:-কমলা, দুলার, কবিরাজশাল, পাটনাই-23, রুঘুশাল ইত্যাদি।
কয়েকটি অতিজলদি জাত হল:- বন্দনা, হীরা, ক্ষনিকা ইত্যাদি।
খরা প্রবন এলাকার জন্য কয়েকটি উন্নত হাইব্রিড জাত হল:- কল্যানী-2, হীরা, কলিঙ্গ-3, অন্নদা, ক্ষনিকা , পুস্প, কনক ইত্যাদি।
|আরো বিস্তারিত জানতে কল করুন রিলায়েন্স ফাউন্ডেশন এর নিঃশুল্ক সহায়তা নম্বর ১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ।
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.