নমস্কার| রিলায়েন্স ফাউন্ডেশন ও রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র, নিমপীঠ এর যৌথ উদ্দোগে ধানের খোলা ধসা রোগ সম্বন্ধে তথ্য প্রদান করা ধান গাছে খোলা ধসা রোগের আক্রমণ হলে আক্রান্ত গাছের খোলার উপর, জলের তল বরাবর স্থানে, কাণ্ডকে ঘিরে নীলচে সবুজ বর্ণের চাকা চাকা দাগ তৈরি হয়। পরবর্তীতে এই দাগের মাঝখানটি ফ্যাকাসে ও কিনারা গাঢ় বাদামী বর্ণ ধারন করে। সময়ের সাথে সাথে পাতায় ও শীষেও এই দাগ ছড়িয়ে পড়ে। আক্রান্ত গাছের পাতা শুকিয়ে আসে এবং ফলন কমে যায়। ছত্রাক ঘটিত এই রোগটি দেখা গেলে, ভ্যালিডামাইসিন ৩% L ছত্রাকনাশ কটি প্রতি লিটার জলে ২.৫ মিলি হারে গুলে, গোছের গোড়া বরাবর ও মাঠের চারিদিকের আলে স্প্রে করুন। সম্ভব হলে, জমি থেকে জল বের করে স্প্রে করুন। এর সাত দিন পরে জৈব ছত্রাকনাশক হিসেবে সিউডোমোনাস ফ্লুওরেসেন্স, প্রতি লিটার জলে ৫ গ্রাম হারে গুলে মাঠে স্প্রে করলে ধান গাছের বৃদ্ধি স্বাভাবিক হবে এবং এই রোগের পুনরাগমন দেখা যাবেনা। আরও জানতে রিলায়েন্স ফাউন্ডেশন এর নিশুল্ক সহায়তা নম্বর ১৮০০৪১৯৮৮০০ তে কল করুন ।
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.