নমস্কার। রিলায়্যান্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে চাষী ভাইদের ধানে শুড় শুয়ো পোকা সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
এই শুয়োপোকার মাথায় শুড় থাকে। গ্রীষ্মকালে পিউপাকে মারার জন্য জমিতে গভীর লাঙল দেন। ক্ষেত এবং আশপাশ থেকে অতিরিক্ত নার্সারি গাছ এবং আগাছা সরান। শস্য পর্যায়ক্রমে চাষ করলে পোকামাকড়ের জীবনচক্র ভাঙতে সহায়তা করে ।
তথ্যের উৎস বিধান চন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়।
আরো বিস্তারিত জানতে হলে রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ।
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.