নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র দক্ষিণ 24 পরগনার যৌথ উদ্যোগে প্রানীপালক ভাইয়েদের গবাদিপশুর গো বসন্ত (cow pox)রোগের লক্ষণ ও তার প্রতিকার ব্যবস্থা সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
এটি একটি ভাইরাস ঘঠিত সংক্রামক ও ছোঁয়াচে রোগ। গরু, মহিষ, ছাগল, ভেড়া ,শুকর ,মুরগি ,প্রভৃতি প্রাণীর এই রোগে আক্রান্ত হয়। তবে ভেড়ার পক্স ও ছাগলের পক্স খুব মারাত্মক হয়। রোগের লক্ষণ -১.রোগের প্রথমদিকে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, নাক ও চোখ দিয়ে জল পরে ২. এই রোগে ঠোঁট ,মুখ, পালান ,বাঁট ও লেজের নিচে এবং দেহের অন্যান্য স্থানে বিশেষ ধরনের বসন্তের গুটি বের হয়। ৩. এই রোগের বিশেষ বৈশিষ্ট্য হলো প্রথমে শক্ত গুটি তারপর জলভরা ফোসকা এবং শেষে ৮ থেকে ১১ দিনের মধ্যে পুজে ভরে ওঠে। প্রতিকার ব্যবস্থা হিসাবে এই রোগের কোনো ফলপ্রসূ চিকিৎসা নেই। যেসব জায়গায় ঘা হয়েছে সেসব জায়গায় অ্যান্টিসেপ্টিক দ্রবণ দিয়ে ধুয়ে কোন জীবানুনাশক মলম লাগালে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেমন-টেরামাইসিন মলম, সোফ্রামাইসিন মলম ইতাদি। এছাড়া ঘা শুকাতে দেরি হলে জীবানুর সংক্রমণ যাতে না হয় তার জন্য ব্রড- স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক পরপর তিন থেকে চার দিন ইনজেকশন দিলে ভালো হয়। ছাগল ও ভেড়াকে বসন্ত রোগ প্রতিষেধক টিকা দিলে এদের এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে না।
আরো বিস্তারিত জানতে হলে
রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.