নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র দক্ষিণ 24 পরগনার যৌথ উদ্যোগে প্রানীপালক ভাইয়েদের গবাদি পশুর নিউমোনিয়া রোগের লক্ষণ ও তার প্রতিকার ব্যবস্থা সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে।
জলে ভিজে, ঠান্ডা লেগে এবং হঠাৎ আবহাওয়া পরিবর্তনে গবাদীপশুর সর্দি কাশি হতে দেখা যায়। এই সময় প্রাণীটি বিভিন্ন ধরনের রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। রোগ পুরনো হলে বুকে সর্দি বসে নিউমোনিয়ায় দাঁড়ায়। প্রাণীটি দুর্বল হয়ে পড়ে, নাক দিয়ে সর্দি ঝড়ে, খাদ্যে অনিচ্ছা ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং প্রাণী জাবরকাটা বন্ধ করে দেয়। দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় ও ঝিমিয়ে পরে। প্রতিকার ব্যবস্থা হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পশুপালন করলে এই রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রাণীর যাতে হঠাৎ ঠান্ডা না লাগে ও জলে না ভেজে সে দিকে লক্ষ্য রাখতে হবে। এবং বাসস্থান সব সময় শুকনো রাখতে হবে। সাধারণ সর্দি কাশি বা নিউমোনিয়া ক্ষেত্রে সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণ থাকে বলে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। যেমন - অক্সিটেট্রাসাইক্লিন, এনরোফ্লকসাসিন, অ্যামপিসিলিন+ক্লকসাসিলিন ইত্যাদি। শরীরের তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পেলে জ্বর কমানোর ওষুধ দিতে হবে। যেমন -প্যারাসিটমল, অ্যানালজিন ইত্যাদী। ছাগলের সংক্রামক প্লুরো নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ প্রয়োগে ভালো ফল পাওয়া যায় না। এই রোগ প্রতিরোধের জন্য আগে থেকে টিকা দিতে হবে।
আরো বিস্তারিত জানতে হলে
রিলায়্যান্স ফাউন্ডেশন এর নি:শুল্ক হেল্প লাইন নম্বর এ কল করুন-১৮০০-৪১৯-৮৮০০। তথ্যটি শোনার জন্য ধন্যবাদ
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.