নমস্কার রিলায়েন্স ফাউন্ডেশন ও ক্যালকাটা সোসাইটি ফর প্রফেশনাল অ্যাকশন ইন ডেভেলপমেন্ট (SPADE) এর যৌথ উদ্যোগে মহিলা চাষি বোনেদের স্বনির্ভর গোষ্ঠীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হচ্ছে।
মহিলাদের ক্ষমতায়ন তথা জীবন জীবিকা বিকাশের লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা আজ স্বীকৃত ও সমাদৃত। আমাদের রাজ্যেও আনন্দধারা মিশনের মাধ্যমে চলছে নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন ও ব্যাংক ঋনের মাধ্যমে সদস্যাদের বিভিন্ন আয় রোজগারী কাজে পুঁজির সংস্থান করা। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামীণ পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে নমনীয় শর্তে ব্যাংক ঋণ। সময় মতো এই ঋণ পরিশোধ করলে গোষ্ঠীর সদস্যারা পাচ্ছেন সুদের ছাড়। পুঁজির সংস্থান ছাড়াও সরকারী ও কর্পোরেট সি এস আর-এর উদ্যোগে গোষ্ঠীর সদস্যাদের কারিগরী প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের সাথে সংযোগ স্থাপন, বীমা ও বিপণনের পরিষেবার ব্যবস্থা করে তাঁদের জীবিকার মানোন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়া চলছে সারা বাংলা জুড়ে।
বিশদ জানতে ফোন করুন রিলায়েন্স ফাউন্ডেশন এর নিঃশুল্ক হেল্পলাইন নম্বর ১৮০০ ৪১৯ ৮৮০০ - এ প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে সাত টা পর্যন্ত।
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.