নমস্কার। রিলায়েন্স ফাউন্ডেশন ও প্রানী সম্পদ বিকাশ বিভাগ ,বাঁকুড়ার যৌথউদ্দ্যোগে মুরগীর রানিক্ষেত সম্বন্ধে কিছু তথ্য প্রদান করা হচ্ছে । রানিক্ষেত : এটি ভাইরাস ঘটিত রোগ ।রোগের লক্ষণ বলতে খাবারে অনীহা থাকবে এছাড়া এলোমেলো পালক , ঝিমুনি , সুবুজ পায়খানা , চোখ দিয়ে জল পড়া , শাস কস্ট , এমনকি স্নায়ুর পরিবর্তন দেখা যাবে । গিজাডে ও অন্ত্রে রক্ত ক্ষরণ থাকবে । মৃতুর হার ১০০ % পর্যন্ত ।
প্রতিকার হিসাবে ৫-৭ দিন বয়সে এফস্ট্রেন ১ ফোটা চোখের মধ্যে ও একফোটা নাকের মধ্যে দিতে হবে । ২১-২২ দিন বয়সে ১ ফোটা নাকের মধ্যে দিতে হবে । ৭৫ দিন বয়সে আর টু বি ৫ মিলি চামড়ার নিচে দিতে হবে । আরও জানতে নিঃসুল্ক নম্বর ১৮০০৪১৯৮৮০০ তে কল করুন ।
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.